কম্পিউটারের ভাইরাস কে তৈরি করেছিল জানেন? না জানলে জেনেনিন

কম্পিউটার ভাইরাস এই নামটি কে না জানে? কিন্তু এর ইতিহাসটা আপনার জানা আছে? আসলে কম্পিউটার ভাইরাস একটি বিশেষ ধরনের প্রোগ্রাম যা কম্পিউটারে ইনপুট করলে কম্পিউটরে অনেক ক্ষতি হয়ে যায় এমনটি নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুগণ আসুন আসল কথায় আসা যাক। সময়ের সাথে তাল মিলিয়ে এখন আর ভাইরাস শুধু কম্পিউটারেই নেই, এখন আছে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে ইত্যাদি অনেক ধরনের ডিভাইজে। ভাইরাস যেমন রয়েছে ঠিক তেমনি এন্টিভাইরাসও রয়েছে।  কিন্তু তবুও যেকোনও ব্যবহারকারীর জন্যই ভাইরাস ভয়ের সমার্থক। কিন্তু কথা হল এই ভাইরাস এল কোথা থেকে? কে প্রথম বাজারে ছাড়ল এই ভয়ানক ভাইরাস নামক ব্যাপারটাকে? BRAIN-এটাই হল কম্পিউটার ভাইরাসের প্রথম 'ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড' নাম। সোজা কথা, ধরে নিতে পারেন এটাই সরকারিভাবে প্রথম ভাইরাস। তা এই BRAIN নামক ভাইরাসটি তৈরি হয়েছিল ১৯৮৬ সালের জানুয়ারি মাসে। আর এটি তৈরি করেছিল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের লাহরের দুই ভাই- বাসিত ফারুক আলভি এবং আমজাদ ফারুক আলভি।এই ভাইরাসটি ছিল 'এমএস-ডস' এর জন্য তৈরি করা প্রথম ভাইরাস। এটা মূলত, কম্পিউটারের স্টোরেজ মিডিয়ার 'বুট সেক্টর'কে আক্রমণ করে থাকে।


Comments